মহামারি কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সে কারণে শিক্ষার্থীদের ক্ষতি ‘পুষিয়ে নিতে’ ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে “সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ” জুম অনলাইন লাইভ ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিষ্ঠানের তৈরী ডিজিটাল রুটিন অনুযায়ী শিক্ষার্থীরা নিয়মিত যথাসময়ে লাইভ ক্লাসে অংশগ্রহণ করে শিক্ষা গ্রহণ করছে।

দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৬ই মার্চ থেকে বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ বিরতিতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পোষাতে সরকার অনলাইন শিক্ষা কার্যক্রমের উপর বিশেষ গুরুত্বারোপ করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরামর্শে ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে অনলাইনে ক্লাস পরিচালনা করছে বিভিন্ন বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়। জুম, অ্যাপ ব্যবহার করে বহির্বিশ্বে হরহামেশা অনলাইনে ক্লাস পরিচালিত হচ্ছে।
মহামারীর প্রাদুর্ভাবে যখন স্বাভাবিক জীবনযাত্রা স্থবির তখন ঘরে বসেই শিক্ষাগ্রহণ নিঃসন্দেহে একটি অভাবনীয় সাফল্য। শিক্ষক-শিক্ষার্থী অনলাইন ক্লাসের প্রতি আগ্রহী হয়ে উঠেছে।

এখানে লক্ষণীয় যে, সরাসরি ক্লাসরুমের যেমন বিকল্প নেই তেমনি দুর্যোগের মুহূর্তে অনলাইন ক্লাসেরও বিকল্প নেই। অনলাইন পাঠ কার্যক্রমের বহু উপাদানের মধ্যে অন্যতম। পাশাপাশি যেসব বিষয়ে জোর দিতে হবে সেগুলো হচ্ছে বিভিন্ন মাধ্যমে — যেমন অডিও, ভিডিও রেকর্ডিং, স্লাইড, পিডিএফ, ওয়ার্ড ডক্যুমেন্ট, স্ক্যান, ইমেজ ইত্যাদি শিক্ষা উপকরণ সকল শিক্ষার্থীর কাছে সরবরাহ করা, নিয়মিত বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট দেয়া, মৌখিক প্রশ্নোত্তর, কুইজ, আলোচনা বা ভাইভা নেয়াড় মাধ্যমে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন করার ব্যবস্থা গ্রহণ করেছে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ।