শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ

শিক্ষার গুণগত মান উন্নয়নে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আয়োজন – Sonargaon Capital School & College

শিক্ষার গুণগত মান উন্নয়নে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আয়োজন

শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের চেতনাকে শানিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলতে সাহায্য করে। বর্তমান সরকার মানসম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আধুনিক যুগের যথার্থ প্রয়োজনে ও চাহিদা পূরণে ছাত্র-ছাত্রীদের সক্ষম করে গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থা ডিজিটাল করে গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকার ভিশন ২০২১ লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সোনাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পুরণ করতে উদ্যোগ গ্রহণ করেছে “সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ“। তারই ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর, রবিবার সকালে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে “শিক্ষার গুণগত মান উন্নয়নে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ-এর ভূমিকা” শীর্ষক আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁয়ের উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) গোলাম মুস্তাফা মুন্না, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।

শীর্ষক আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য সকলকে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের পক্ষ হতে অনুরোধ জানিয়েছেন।