শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ

সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ – Sonargaon Capital School & College

সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনরগাঁ ফাউন্ডেশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ২০২১ সালের নভেম্বর মাসের ১৯ ও ২০ তারিখে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত সোনরগাঁ ফাউন্ডেশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ২৬ জন টেলেন্টপুল ও ২৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে এপ্রিল মাসের ২ তারিখ, শনিবার, সকাল সাড়ে দশটায় জেলা পরিষদ অডিটোরিয়াম, সোনারগাঁ উপজেলায় সংবর্ধনা অনুষ্ঠান এবং সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও অভিভাবককে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সোনারগাঁ ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরিন জাহান।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ শামসুল ইসলাম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা শিক্ষা অফিসার দৌলতর ররহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রদান এবং সহকারী কমিশনার ভূমি গোলাম মুস্তাফা মুন্না।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র এবং পুরস্কার বিতরণ করা হবে।